তুরস্ক - সিরিয়া ভূমিকম্পে জরুরি ভাষা সহায়তা

বিনামূল্যে অনুবাদ সহায়তা – তুরস্ক ও সিরিয়ার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সাথে আরও কার্যকরভাবে যোগাযোগ করুন।

তুরস্ক এবং সিরিয়ার লক্ষ লক্ষ মানুষ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং কয়েক লক্ষ মানুষ ইতিমধ্যেই বাস্তুচ্যুত হয়েছেন। মানুষের আশ্রয়, বস্ত্র, খাদ্য এবং তারা কোথায় সহায়তা পেতে পারে সে সম্পর্কে তথ্যের প্রয়োজন। ভাষাগতভাবে বৈচিত্র্যময় এই অঞ্চলে, সব ভাষাভাষীর মানুষকে তথ্য দেওয়া এবং তাদের বক্তব্য তুলে ধরা জরুরি

মানুষের দ্রুত পরিবর্তনশীল চাহিদাগুলো পূরণ করতে CLEAR গ্লোবাল ইমার্জেন্সি কমিউনিটি ট্রান্সলেশন পার্টনারশিপ প্রোগ্রাম চালু করেছে।

আমি কি বিনামূল্যে অনুবাদ সহায়তার পাওয়ার জন্য আবেদন করতে পারি?

স্থানীয় সংস্থা, কমিউনিটির গোষ্ঠী এবং তুরস্ক-সিরিয়া ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তাকারী ব্যক্তি এবং যোগ্য অলাভজনক সংস্থা বিনামূল্যে অনুবাদ সহায়তা পেতে পারে।

আমি কোন কোন ভাষায় অনুবাদ সহায়তা পেতে পারি?

প্রাথমিকভাবে বিনামূল্যে তুর্কি এবং আরবি ভাষায় অনুবাদ সহায়তা দেওয়া হচ্ছে।

কুর্দি উপভাষাসহ অন্যান্য ভাষায় অনুবাদ সেবা উপলব্ধ রয়েছে – সেগুলো নিয়ে আলোচনা করতে দয়া করে আমাদের সাথে যোগাযোগ করুন।

ইমার্জেন্সি কমিউনিটি ট্রান্সলেশন পার্টনারশিপ প্রোগ্রাম কীভাবে কাজ করে?

প্রাথমিকভাবে আপনি তিন মাসের জন্য প্রাসঙ্গিক ভাষায় বিনামূল্যে অনুবাদ সহায়তা পাবেন টিডব্লিউবি প্ল্যাটফর্মের মাধ্যমে (প্রয়োজনে নবায়নযোগ্য)।

আমাদের টিডব্লিউবি কমিউনিটি লিখিত নথি অনুবাদ করবে, বিশেষত যেগুলো এই সংকট সম্পর্কিত, যেমন:

  • অভিবাসী নিরাপত্তা, সুরক্ষা, সেবা পাওয়ার উপায়
  • জনসাধারণের জন্য নথি, অথবা মানবিক এবং অন্যান্য সহায়তা কর্মীদের জন্য তৈরি করা নথি
  • জাতিসংঘের নির্দেশিকার সাথে সঙ্গতিপূর্ণ নথি, এবং
  • ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত এবং বিনামূল্যে উপলব্ধ প্রাসঙ্গিক নথি।

সহায়তাকারী এবং ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য বহুভাষিক রিসোর্স

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ তথ্য এবং সহায়তা পেতে সাহায্য করুন। প্রাসঙ্গিক ভাষার রিসোর্সের সাহায্যে দ্বিমুখী যোগাযোগ এবং জবাবদিহিতা উন্নত করুন:

 

ত্রাণকর্মীরা এখনও কতজন বাস্তুচ্যুত হয়েছেন তার মূল্যায়ন করছেন। তারা যাতে তাদের নিজের ভাষায় সহায়তা ও তথ্য পেতে পারেন তা নিশ্চিত করতে সাহায্য করুন।

ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তত চারটে ভাষাভাষীর মানুষ রয়েছেন এবং আন্তর্জাতিক বাসিন্দারা আরও অন্যান্য ভাষায় কথা বলেন। এই সমস্ত মানুষ ঝুঁকিতে রয়েছে।

আমাদের নিশ্চিত করতে হবে যাতে তারা সকলে নিরাপত্তা ও সুরক্ষা সম্পর্কিত তথ্য পান – তারা যে ভাষাতেই কথা বলুন বা যেখানেই যান না কেন। অনেক আশ্রয়দাতা দেশেই স্থানীয় সংস্থাগুলোর কার্যকর মানবিক সহায়তা প্রদানের জন্য প্রয়োজনীয় ভাষাগত সক্ষমতা নেই।

তবে আপনি তা পরিবর্তন করতে সহায়তা করতে পারেন।

আমাদের আরও ভাষা সংক্রান্ত তথ্যের রিসোর্স তৈরিতে, আরও বেশি মানুষকে প্রশিক্ষণ দিতে ও সংগঠিত করতে এবং ভূমিকম্পে সহায়তাকারী অন্যান্য সংস্থাগুলোকে আরও বেশি সাহায্য দিতে সহায়তা করুন। 

"আমার স্ত্রী তুর্কি ভাষা জানেন না আর আমি চোখে ভালো দেখতে পাই না।"

- একজন ব্যক্তি যিনি তার নিখোঁজ আত্মীয়দের সনাক্ত করার চেষ্টা করছিলেন, রয়টার্সের উদ্ধৃতি, বিবিসি নিউজ।

সঙ্কটে ক্ষতিগ্রস্ত মানুষরা যে ভাষাগত বাধার সম্মুখীন হন তা অপসারণ করতে সাহায্য করুন।

আপনার অনুদান কীভাবে সাহায্য করবে?

আপনার অবদান আমাদের নিম্নোক্তগুলি করতে সাহায্য করবে:

  • চাহিদার মূল্যায়ন করা এবং ত্রাণ সংস্থাগুলো আমাদের সেবা অ্যাক্সেস করতে পারছে তা নিশ্চিত করা,
  • যে স্থানীয় সংস্থাগুলো বাস্তুচ্যুত মানুষদের প্রাথমিকভাবে সহায়তা দেয় তাদের জন্য বিনামূল্যে অনুবাদ করা,
  • স্থানীয় ভাষা সেবা প্রদানকারীদের সহায়তা করা,
  • যৌন শোষণ এবং নির্যাতন প্রতিরোধ করে মানুষকে সুরক্ষিত রাখতে সহায়তা করে এমন জরুরি নথিপত্র অনুবাদ করা,
  • মাঠ পর্যায়ে কর্মরত দোভাষীদের প্রশিক্ষণের উপকরণ এবং পরামর্শ প্রদান এবং অনলাইন প্রশিক্ষণ তৈরি করা ও প্রশিক্ষণ দেওয়া।

অন্যান্য প্রকল্পের জন্য ভাষা সহায়তা নিন

সহায়তা সংস্থা – আপনাদের কাজের প্রভাব বৃদ্ধি করুন এবং সঠিক ভাষায় গুরুত্বপূর্ণ সংস্থান এবং সেবা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিন।

আমাদের কাজকে সমর্থন করার জন্য দান করুন

আপনার অবদান আমাদের জরুরি ভাষা পরিষেবা প্রদান করতে এবং ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য উদ্ভাবনী সমাধান তৈরি করতে সাহায্য করবে।

অনুবাদ সহায়তা দিন

আমাদের সাথে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করুন
মানুষের কল্যাণের জন্য আপনার ভাষাগত দক্ষতা শেয়ার করুন। সহায়তা কর্মকাণ্ডকে সমর্থন করার জন্য টিডব্লিউবি কমিউনিটিতে যোগ দিন।