আপনি কি ইউক্রেনের যুদ্ধে ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তা করছেন?

এই রিসোর্সগুলো আপনারই জন্য।

আমাদের তথ্য এবং কার্যকর রিসোর্সগুলো আপনাকে ভাষা এবং যোগাযোগের চ্যালেঞ্জগুলোর সাথে মোকাবেলায় সাহায্য করতে পারে

українська, polski, Română, русский, Magyar, slovenčina, čeština, Deutsch ভাষায় উপলব্ধ।

 

আপনি কী করতে চান?

সরাসরি কোনও অংশে যেতে ক্লিক করুন।

People traveling through Krakow station

যাতে যথাসম্ভব বেশি সংখ্যক মানুষ সেটা বুঝতে পারে 

আপনি যে ভাষাই ব্যবহার করুন না কেন, কীভাবে সরল ভাষা ব্যবহার করে যথাসম্ভব বেশি সংখ্যক মানুষের কাছে বোধগম্য বার্তা পৌঁছে দেবেন তা জানুন। সরল ভাষা কী? ইংরেজি українська polski Română русский

বিভিন্ন ভাষায় কার্যকরভাবে যোগাযোগ করুন 

মানবিক জরুরী পরিস্থিতিতে কীভাবে দোভাষী বা অনুবাদক খুঁজে পাবেন, তাদের সাথে কাজ করবেন অথবা দোভাষী/অনুবাদক হিসেবে কাজ করবেন।

Illustration of speech bubbles - ইউক্রেন সহায়তা মানবিক সহায়তা প্রতিষ্ঠান এবং সাড়াদানকারীদের সাথে যোগাযোগ

কমিউনিটির দোভাষীদের জন্য কার্যকর পরামর্শ

অনুবাদ করা এবং যোগাযোগে কার্যকরভাবে সাহায্য করার জন্য আরও ভালোভাবে প্রস্তুত থাকুন।

English українська polski Română русский

ক্লিপবোর্ড সহ মহিলার চিত্র

মানবিক সহায়তা কর্মী ও ভাষাবিদদের জন্য দোভাষীর কাজ এবং সাংস্কৃতিক মধ্যস্থতার নির্দেশিকা

সংবেদনশীল বিষয়ে দোভাষীদের সাথে কর্মরত মানবিক সহায়তা প্রতিষ্ঠানের জন্য পরামর্শ

সংবেদনশীল বিষয়ে দোভাষীদের সাথে কর্মরত মানবিক সহায়তা প্রতিষ্ঠানের জন্য ছটি পরামর্শ যা CLEAR গ্লোবাল এবং অক্সফাম যৌথভাবে তৈরি করেছে।

English українська polski Română русский Magyar slovenčina  Deutsch

দোভাষী এবং অনুবাদকদের সাথে কীভাবে কাজ করবেন – সংস্থা, স্বেচ্ছাসেবক এবং অন্যান্য সহায়তাকারীদের জন্য একটি নির্দেশিকা

ইংরেজি New call-to-action New call-to-action   New call-to-action   New call-to-action

আপনার কাছাকাছি ভাষা সংক্রান্ত সহায়তার জন্য দোভাষীদের এই ডাটাবেসটি দেখুন।

মানবিক সহায়তা সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়গুলি সম্পর্কে যোগাযোগ করুন

ইউক্রেন সহায়তা কর্মকাণ্ডে সুরক্ষা, জবাবদিহিতা এবং যৌন শোষণ, নির্যাতন ও হয়রানি (পিএসইএ) প্রতিরোধ সম্পর্কে যোগাযোগ করার সময় কোন শব্দগুলো ব্যবহার করতে হবে তা জানুন। প্রাসঙ্গিক ভাষায় রেফারেন্স এবং প্রশিক্ষণের উপকরণ দেখুন।

 পোলিশ এবং ইউক্রেনীয় ভাষায় হলুদ চিহ্নের উপর নীল রঙে লেখা ইউক্রেন এইড সেন্টার - তীর ডান দিকে নির্দেশ করে

একাধিক ভাষায় পিএসইএ শব্দকোষ – English – українська – polski –Română – русский – Magyar – slovenčina, čeština – Deutsch ভাষায়

নারী এবং শিশু তাদের সাথে তাদের রুকস্যাক এবং ব্যাগ বহন করছে, মানবিক সহায়তা কর্মী এবং অন্যরা সামনে রয়েছেন

অক্সফামের সুরক্ষা ও জবাবদিহিতার শব্দকোষ – English – українська – polski – Română – русский ভাষায়

ট্রেন স্টেশনে ভাঁজ করে রাখা লাল-সবুজ কম্বল- ক্র্যাকুফ, ইউক্রেন সহায়তা

সরল ভাষায় যৌন শোষণ ও নির্যাতন সম্পর্কিত মূল নীতিমালা – English – українська – polski – Română, русский – Magyar – Deutsch ভাষায়

কোনো অজুহাতে নির্যাতন নয় ভিডিও

কোনো অজুহাতে নির্যাতন নয় নতুন মানবিক সহায়তা সংস্থা ও কন্ট্রাক্টরদের জন্য পিএসইএ এর সংক্ষিপ্ত পরিচিতি ভিডিও – English – українська – polski – Română – русский– Magyar – slovenčina – čeština – Deutsch ভাষায়

কখন কোন ভাষা ব্যবহার করবেন তা জানুন

ব্যবহারকারীদের জন্য সবচেয়ে প্রাসঙ্গিক ভাষায় সেবাদানের পরিকল্পনা করতে এবং প্রান্তিক ভাষাভাষী মানুষরা যাতে প্রয়োজনীয় তথ্য পান তা নিশ্চিত করতে, স্থানীয় মানুষদের ভাষা সম্পর্কে কী কী তথ্য উপলব্ধ রয়েছে তা জানুন।  

ইউক্রেন সহায়তায় ভাষার ব্যবহার সম্পর্কিত ডাটা প্ল্যাটফর্ম

একটা ইন্টারেক্টিভ ডাটা প্ল্যাটফর্ম যা বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য ব্যবহার করে সহায়তা কার্যক্রমে কর্মরত সংস্থাগুলিকে ইউক্রেনের যুদ্ধে ক্ষতিগ্রস্ত মানুষরা কোন ভাষা এবং যোগাযোগের মাধ্যমগুলো ব্যবহার করে তার একটা সম্পূর্ণ এবং সাম্প্রতিকতম চিত্র প্রদান করে।

ইউক্রেনের জন্য ইন্টারেক্টিভ ভাষা মানচিত্র

পুরো ইউক্রেনে ২০+ ভাষার মধ্যে কোথাকার মানুষ কোন ভাষায় কথা বলেন তার একটা চিত্রগত বিবরণ। 

সহায়তা কার্যক্রমে কর্মরত সংস্থাগুলি এটা ব্যবহার করে সঙ্কটে ক্ষতিগ্রস্ত মানুষদের কথা আরও ভালোভাবে বুঝতে এবং তাদের সহায়তা করতে পারবেন।

রোমানি ভাষার তথ্যপত্র ইউক্রেন সহায়তা কার্যক্রমের প্রেক্ষিতে মানুষ কীভাবে রোমানি ভাষা ব্যবহার করে তা বুঝুন New call-to-action New call-to-action New call-to-action New call-to-action New call-to-action New call-to-action New call-to-action New call-to-action New call-to-action
Tool icon

আমাদের টুল ব্যবহার করে আপনাদের সেবা গ্রহণকারীদের ভাষা এবং যোগাযোগের ক্ষেত্রে পছন্দ-অপছন্দ সম্পর্কে ডাটা সংগ্রহ করুন৷ 

কোবো টুলবক্স/ওডিকে-র জন্য আগে থেকে ফরম্যাট করা ব্যক্তি, পরিবার এবং মূল তথ্যদাতাদের জরিপের প্রশ্নাবলী। čeština, Magyar, Română, русский, slovenčina, українська, Deutsch, polski এবং English ভাষায় টিডব্লিউবি ওয়েবসাইটে উপলভ্য

ইউক্রেনে লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। আরও লক্ষ লক্ষ মানুষ অন্যান্য দেশে আশ্রয় খুঁজছেন। তারা যাতে তাদের নিজের ভাষায় গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারেন তা নিশ্চিত করতে সহায়তা করুন।

ইউক্রেনের যুদ্ধ থেকে পালিয়ে আসা মানুষদের তথ্য প্রদান করুন

কম্পাস (Kompas) একটা বহুভাষিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম যা ইউক্রেনের যুদ্ধ থেকে পালিয়ে আসা মানুষদের জন্য ইউক্রেনীয়, পোলিশ, রোমানিয়ান এবং রাশিয়ান ভাষায় নির্ভরযোগ্য, সাম্প্রতিকতম তথ্য একত্রিত করে। এটা মানুষকে প্রাসঙ্গিক তথ্য খুঁজে পেতে সাহায্য করে যাতে তারা তাদের অধিকার বুঝতে, সহায়তা পেতে এবং এরপরে কী করতে হবে সেই সিদ্ধান্ত নিতে পারেন। মানুষকে তাদের বোধগম্য ভাষায় আরও সহজে তথ্য খুঁজে পেতে সহায়তা করার জন্য, সহায়তা প্রদানকারী সংস্থাগুলি যা করতে পারে করতে পারে:

  • Kompas-এর মাধ্যমে যুদ্ধে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য আপনার নিজস্ব তথ্য শেয়ার করুন
  • আপনাদের ওয়েবসাইট আরও ব্যবহারকারী-কেন্দ্রিক করার জন্য তাতে Kompas এম্বেড করুন
  • আপনাদের কর্মসূচি দল এবং হটলাইন অপারেটরদের জন্য রিসোর্স হিসেবে Kompas ব্যবহার করার ব্যাপারে বিবেচনা করুন

আরো জানতে আমাদের সাথে যোগাযোগ করুন

আপনার দেশে ইউক্রেনের যুদ্ধ থেকে পালিয়ে আসা মানুষেরা যোগাযোগের ক্ষেত্রে কোন সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছে তা জানুন

ইউক্রেনের যুদ্ধে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য ভাষার অর্থ কী এবং ইউক্রেন ও প্রতিবেশী দেশগুলিতে কার্যকরভাবে সহায়তা প্রদানের জন্য এটা জানা কেন গুরুত্বপূর্ণ তা দেখতে আমাদের স্টোরিম্যাপ দেখুন

ভাষা-অন্তর্ভুক্তিমূলক সহায়তা কার্যক্রমের স্বপক্ষে প্রমাণগুলি পড়ুন

সহায়তা কার্যক্রম জুড়ে যোগাযোগ একটা সমস্যা হয়ে দাঁড়ায়, এমনকি সেই জায়গাতেও যেখানে সেবা ব্যবহারকারী এবং সেবা সরবরাহকারীরা একই ভাষায় কথা বলেন।

ইউক্রেন থেকে পালাতে বাধ্য হওয়া ব্যক্তিদের অধিকাংশ যে তিনটি দেশে আশ্রয় নিয়েছেন, আমরা সেখানকার যুদ্ধে সরাসরি ক্ষতিগ্রস্ত মানুষ, সহায়তা প্রদানকারী সংস্থা এবং পেশাদার ভাষাবিদদের সাথে কথা বলেছি। কীভাবে সহায়তা প্রদানকারীরা ভাষাগত বাধার মোকাবেলা করতে পারে এবং মূল সমস্যাগুলি কাটিয়ে উঠতে ভাষাগত সহায়তাকে কর্মসূচিতে অন্তর্ভুক্ত করতে পারে তা জানার জন্য আমাদের অন্তর্দৃষ্টি এবং সুপারিশগুলি পড়ুন।

  • ইউক্রেন সহায়তা কার্যক্রমে ভাষাগত সক্ষমতা এবং ফাঁক – সংক্ষিপ্ত প্রতিবেদন ইংরেজি – New call-to-action   New call-to-action
  • আন্দাজ এবং Google Translate – রোমানিয়া কান্ট্রি রিপোর্ট New call-to-action New call-to-action   New call-to-action
  • বাসি তথ্য, নতুন সমস্যা – মলদোভা কান্ট্রি রিপোর্ট New call-to-action   New call-to-action New call-to-action New call-to-action
  • চারটি ভাষায় তথ্যের অভাবের মোকাবিলা – পোল্যান্ড কান্ট্রি রিপোর্ট New call-to-action New call-to-action   New call-to-action

ভাষার ব্যবহার এবং ভাষাগত পরিচয় সংবেদনশীল বিষয় হতে পারে এবং সহায়তাকারীদের বুঝতে হবে যে মানুষের সাথে কোন ভাষায় যোগাযোগ করা প্রয়োজন বা তারা কোন ভাষায় যোগাযোগ পছন্দ করেন।

এই সংবেদনশীলতাগুলি আরও ভালোভাবে বুঝতে এবং আরও উপযুক্ত ও কার্যকর যোগাযোগের কৌশল পরিকল্পনা করতে ইউক্রেনে ভাষার ব্যবহার এবং ভাষাগত পরিচয় কীভাবে পরিবর্তিত হচ্ছে সে সম্পর্কে আমাদের প্রতিবেদন পড়ুন।

নতুন করে ইউক্রেনের ভাষা মানচিত্র অঙ্কন – প্রতিবেদন –  New call-to-action New call-to-action New call-to-action

নতুন কী হচ্ছে খবর রাখুন 

আমাদের মেইলিং লিস্টে সাইন আপ করুন এবং আমরা আপনাকে আমাদের সাম্প্রতিক কাজকর্মের আপডেট পাঠাব।

আরও মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করুন 

ভাষা সম্পর্কিত সহায়তা নিন

 সহায়তা সংস্থা – আপনাদের কাজের প্রভাব বৃদ্ধি করুন এবং সঠিক ভাষায় গুরুত্বপূর্ণ সংস্থান এবং সেবা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিন।

আমাদের কাজকে সমর্থন করার জন্য দান করুন

আপনার অবদান আমাদের জরুরি ভাষা পরিষেবা প্রদান করতে এবং ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য উদ্ভাবনী সমাধান তৈরি করতে সাহায্য করবে।

অনুবাদ সহায়তা দিন

আমাদের সাথে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করুন
মানুষের কল্যাণের জন্য আপনার ভাষাগত দক্ষতা শেয়ার করুন। সহায়তা কর্মকাণ্ডকে সমর্থন করার জন্য টিডব্লিউবি কমিউনিটিতে যোগ দিন।