CLEAR টেক বহুভাষিক যোগাযোগে আমূল রূপান্তর নিয়ে আসবে।

যোগাযোগ এবং তথ্য পাওয়ার ক্ষেত্রে অসমতা রয়েছে। অনেক প্রান্তিক ভাষাতেই তথ্য পাওয়া যায় না।
এই প্রান্তিক ভাষাভাষী মানুষদের বৈশ্বিক মঞ্চে ক্ষমতা, অর্থ এবং প্রভাব প্রতিপত্তি অত্যন্ত কম। অন্য কথায় বলতে গেলে সেই মানুষেরাই তথ্য থেকে বঞ্চিত হয় যাদের সেটা সবচেয়ে বেশি প্রয়োজন। আপনাদের সহযোগিতায় আমরা উদ্ভাবনী এবং বিবর্ধনযোগ্য (স্কেলেবেল) ভাষা প্রযুক্তি তৈরি করি, যাতে প্রত্যেকের বক্তব্য তুলে ধরা যায়।

"যোগাযোগ একটা মৌলিক চাহিদা যা জীবন বাঁচাতে এবং রক্ষা করতে সাহায্য করতে পারে।"

ভাষাগত ব্যবধানের সমস্যা

আগে ডিজিটাল বিভাজনের কথা বলা হতো কিন্তু এখন আমরা ভাষাগত বিভাজন দেখতে পাচ্ছি – যারা বাণিজ্যিক এবং বিশ্বের ক্ষমতাশালী ভাষায় কথা বলে এবং যারা কম ক্ষমতাশালী ভাষায় কথা বলে তাদের মধ্যে এই ব্যবধান বিদ্যমান রয়েছে। আর সেই ব্যবধান প্রতিদিনই বাড়ছে।

ক্ষমতাশীল ভাষায় যারা কথা বলেন তাদের সাধারণত নিজের ভাষায় প্রয়োজনীয় তথ্য খুঁজে পেতে সমস্যা হয় না। এবং শক্তিশালী ভাষা প্রযুক্তির সাহায্যে নতুন নতুন তথ্য অত্যন্ত দ্রুত এবং দক্ষতার সাথে অনুবাদ করা হয়।
কিন্তু যারা ক্ষমতাশীল ভাষায় কথা বলেন না, তাদের প্রয়োজনীয় তথ্য প্রায়শই তাদের নিজের ভাষায় উপলব্ধ থাকে না। তাদের জন্য এই নতুন তথ্য তৈরি করার ভাষা প্রযুক্তি বর্তমানে নেই। এই বৈসাদৃশ্যের কারণে তথ্যের ব্যবধান তৈরি হয় যা ক্রমাগত বাড়তেই থাকে।
এর জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়া প্রয়োজন, এবং তার জন্য আমাদের আপনার সাহায্য প্রয়োজন।

ভাষা প্রযুক্তির সমাধান

আমাদের কাছে সেই সব ভাষার জন্য ভাষা প্রযুক্তি তৈরির বহু বছরের অভিজ্ঞতা রয়েছে যেসব ভাষার জন্য তেমন কোনও প্রযুক্তিগত সংস্থান নেই। আমরা গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, নাইজেরিয়া, কেনিয়া এবং মধ্য আমেরিকার মানুষদের কাছে কোভিড-১৯, টেকসই ব্যবসা, কৃষিকাজ এবং অভিবাসী ও শরণার্থী সেবা সংক্রান্ত তথ্য পৌঁছে দেওয়ার জন্য বহুভাষিক চ্যাটবট তৈরি করেছি। আমরা প্রায় ১০০টি ভাষার জন্য অনুবাদের রিসোর্স তৈরি করেছি এবং খাদ্য নিরাপত্তাহীনতার সমস্যা মোকাবেলার জন্য লেভানটাইন আরবি ভাষায়
একটা মেশিন ট্রান্সলেশন ইঞ্জিন তৈরি করেছি।

আমরা এমন চারশো কোটি মানুষকে তাদের বোধগম্য ভাষায় কথোপকথনে জড়িত করার পরিকল্পনা নিয়েছি, যারা ক্ষমতাশীল ভাষায় কথা বলেন না। আমরা স্থানীয় প্রযুক্তি সংস্থাগুলির সহযোগিতায় কাজ করছি যাতে সেই স্থান, সেখানকার মানুষ এবং তাদের সমস্যার জন্য উপযুক্ত, বিবর্ধনযোগ্য (স্কেলেবেল) সমাধান তৈরি করা যায়। আমরা সহজ, স্মার্ট, বিবর্ধনযোগ্য (স্কেলেবেল) সমাধান তৈরির জন্য বিশ্ব প্রযুক্তির ক্ষেত্রে নেতৃত্বস্থানীয় সংস্থাগুলোর সাথে কাজ করছি। এবং যোগাযোগের জন্য বৈষম্যহীন সমাধান তৈরি করার জন্য আমরা আপনাদের স্পনসরশিপ, প্রযুক্তির বিকাশ এবং উদ্ভাবনী চিন্তার মাধ্যমে আমাদের সহায়তা করতে আহ্বান জানাচ্ছি।

আপনি এতে সাহায্য করতে পারেন।

আরও সংযুক্ত ও ন্যায্য বিশ্ব গঠনের জন্য ভাষা প্রযুক্তির বিকাশ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়
কিন্তু একে প্রায়শই উপেক্ষা করা হয়। আপনার সহযোগিতা একে প্রসারিত করতে পারে যাতে আরও বেশি স্থানে, আরও বেশি মানুষের সাথে আরও বেশি ভাষায়
যোগাযোগ করা যায়।
নিচে আমাদের সাথে যোগাযোগ করে বৈশ্বিক যোগাযোগের সমাধানের একটা অংশ হয়ে উঠুন। আমরা শীঘ্রই আপনার সাথে যোগাযোগ করব।