৪ বিলিয়ন সংলাপ
ইন্টারনেট আমাদের যোগাযোগের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। এটা আমাদের অবাধে তথ্য পাবার সুযোগ দিয়েছে এবং আমরা যেখানেই থাকি না কেন, আমাদের একে অপরের সাথে যুক্ত থাকার সুযোগ করে দিয়েছে। তবুও ভাষা সম্পর্কিত সংস্থান, যেমন মেশিন অনুবাদ, স্বয়ংক্রিয়ভাবে কণ্ঠস্বর সনাক্তকরণ (অটোমেটিক স্পীচ রেকগনিশন) এবং কথোপকথনমূলক এআই, সেইসাথে এগুলো যে বিপুল সুযোগসুবিধা তৈরি করে (তাৎক্ষণিক বার্তা প্রেরণ, দ্বিমুখী যোগাযোগ, ওপেন ডেটা) তা বিশ্বের মাত্র অর্ধেক জনসংখ্যা ব্যবহার করার সুযোগ পায়। চারশো কোটি মানুষ এতে সংযুক্ত হতে এবং তাদের নিজের ভাষায় তথ্য পেতে পারেন না।
বিশ্বের ৪০০ কোটিরও বেশি মানুষ তথ্য পেতে পারেন না বা ডিজিটাল মাধ্যম ব্যবহার করে যোগাযোগ করতে পারেন না কারণ তারা যে ভাষায় কথা বলেন সেই ভাষায় কিছুই অনলাইনে বিদ্যমান নেই, বা থাকলেও তার পরিমাণ খুবই সামান্য।
এ নিয়ে কিছু করার সময় হয়েছে।
সাব-সাহারান আফ্রিকা, দক্ষিণ এশিয়া এবং অন্যান্য স্থানে ভাষা প্রযুক্তিতে প্রচুর প্রতিভার বিকাশ ঘটলেও, এই প্রযুক্তি সংস্থাগুলো সম্পদের অভাবে তাদের সেবা সম্প্রসারিত করতে পারছে না। এবং প্রান্তিক ভাষার জন্য এই উদীয়মান ভাষা প্রযুক্তির প্রয়োগ খুবই ধীরে অগ্রসর হচ্ছে। ডিজিটাল জগতে ভাষাগত ব্যবধান বাড়ছে।
এ নিয়ে কিছু করার সময় হয়েছে, এবং আমরা একা এই কাজ করতে পারবো না। আমাদের আপনার সাহায্য প্রয়োজন। আমরা প্রযুক্তি ব্যবহার করে উন্নয়ন আনতে, সমতা তৈরি করতে এবং মানুষকে তাদের নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নেওয়ার সুযোগ দিতে পারি।
CLEAR গ্লোবাল ডিজিটাল বিশ্বে ভাষাগত মোকাবিলা মোকাবেলায় আন্তর্জাতিক ত্রাণ ক্ষেত্রে কাজের কয়েক দশকের অভিজ্ঞতার সাথে ব্যাপক প্রসরে ভাষা এআই ব্যবহারের দক্ষতা কাজে লাগাচ্ছে। দক্ষতার এই অনন্য সমন্বয় আমাদেরকে পরিবর্তনের অনুঘটক হিসেবে কাজ করার সুযোগ দিয়েছে যাতে আমরা এমন এআই-ভিত্তিক ভাষা সম্পর্কিত সমাধান তৈরি করতে পারি যা সমাজের উপর ব্যাপকভাবে প্রভাব ফেলতে পারবে।
আপনি এতে সাহায্য করতে পারেন।
আমরা আপনার সমর্থন চাই। আমরা আরও ৪শো কোটি মানুষকে বিশ্বব্যাপী সংলাপে অংশ নিতে এবং তাদের নিজস্ব সংলাপ স্থানীয়ভাবে শুরু করতে সহায়তা করার জন্য সামাজিক-প্রভাব সৃষ্টিকারী কর্মসূচি পার্টনার, স্থানীয় প্রযুক্তিবিদ, তৃণমূল উদ্যোগ, স্পনসর, দাতা ও অন্যান্যদের সাথে কাজ করার চেষ্টা করছি। আপনি কি আমাদের সাথে যোগ দেবেন?
আরও বেশি মানুষের কাছে পৌঁছান
আরও ৪০০ কোটি কোটি মানুষকে সহায়তা করার জন্য অনুদান দিন
আরও জানুন
আমাদের এক-পৃষ্ঠার বক্তব্যগুলো পড়ুন
চাহিদা অত্যন্ত বেশি এবং জরুরি: জলবায়ু পরিবর্তন, অভিবাসন, মহিলাদের জন্য আর্থিক সেবা এবং সহজলভ্য প্রজনন স্বাস্থ্য সম্পর্কিত তথ্য সরবরাহের মাধ্যমে নারী ও মেয়েদের ক্ষমতায়ন, সেইসাথে গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা এবং এখন কোভিড- ১৯ — এগুলোর মধ্যে কোনোটার জন্যেই দেরি করা যাবে না।