
ট্রান্সলেটর্স উইদাউট বর্ডার্স (TWB) হলো ভাষাবিদদের একটি বৈশ্বিক কমিউনিটি যারা সকল ভাষাভাষীর মানুষকে গুরুত্বপূর্ণ তথ্য পেতে এবং তাদের বক্তব্য তুলে ধরতে সাহায্য করেন।
যারা প্রান্তিক ভাষায় কথা বলেন তারা প্রায়ই তাদের নিজের ভাষায়
গুরুত্বপূর্ণ তথ্য পান না। আমাদের ১০০,০০০ জনেরও বেশি ভাষাবিদদের কমিউনিটি তাদের সময় ও দক্ষতা দিয়ে বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের জন্য গুরুত্বপূর্ণ তথ্য অনুবাদ করেন, যাতে সবাই তারা যে তথ্য জানতে চাইছেন এবং যে তথ্য তাদের জানা প্রয়োজন তা পেতে পারেন।


“সক্রিয় পদক্ষেপ গ্রহণের নৈতিক মূল্যবোধ এবং মানবিক সহায়তার আদর্শ রক্ষা করতে মানুষ যেভাবে তাদের সময় এবং দক্ষতা দান করেন সেটা আশ্চর্যজনক এবং খুব স্বস্তিকর ও অনুপ্রেরণাদায়ক।”
Field Manager for Doctors without Borders
অনূদিত তথ্যের অভাব
প্রান্তিক ভাষাভাষীরা প্রায়শই যে তথ্য তাদের প্রয়োজন বা তারা জানতে চান তা তাদের বোধগম্য ভাষা বা ফরম্যাটে পান না। এটা তাদের স্বাস্থ্য, শিক্ষা বা তাদের অধিকার সম্পর্কে তথ্য জানার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়।
অলাভজনক সংস্থা এবং অন্যান্য বৈশ্বিক প্রতিষ্ঠানগুলোর সাধারণত এই সব ভাষাভাষী মানুষদের সাথে যোগাযোগের জন্য প্রয়োজনীয় দক্ষতা বা
তহবিল থাকে না। এছাড়াও এই সব ভাষার অনুবাদকদের খুঁজে পেতে তারা সমস্যায় পড়েন অথবা অনুবাদের জন্য স্থানীয় কর্মীদের উপর নির্ভর করেন, এর ফলস্বরূপ নির্ভরযোগ্য তথ্যের অভাব দেখা দেয় এবং কর্মীরাও অতিরিক্ত কাজের চাপে ক্লান্ত হয়ে পড়েন।
সারা বিশ্বে পেশাদার অনুবাদকদের সাথে মানবিক এবং অলাভজনক সংস্থাগুলিকে মেলবন্ধন করিয়ে দেয়া প্রয়োজন। আর এইটা করাই ট্রান্সলেটর্স উইদাউট বর্ডার্সের লক্ষ্য।

