বিশ্বব্যাপী ১০০,০০০-এরও বেশি ভাষা স্বেচ্ছাসেবীদের বৈচিত্র্যপূর্ণ নেটওয়ার্ক টিডব্লিউবি কমিউনিটির মাধ্যমে CLEAR গ্লোবাল সহযোগী সংস্থাগুলোকে বিভিন্ন ভাষায় ভাষা সংক্রান্ত পরিষেবা প্রদান করে। ভাষার সেতুবন্ধনের মাধ্যমে জ্ঞানের দ্বার খুলে দেওয়া এবং বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীগুলোর কণ্ঠস্বর ছড়িয়ে দেওয়া হলো তাদের সকলের সম্মিলিত লক্ষ্য।
টিডব্লিউবি কমিউনিটির ভাষা সক্ষমতা
বিভিন্ন ভাষায় সেবা প্রদানের জন্য আমাদের বর্তমানে কী কী সংস্থান রয়েছে, টিডব্লিউবি কমিউনিটির ভাষা সক্ষমতা তালিকাটি আমাদের সহযোগী সংস্থাগুলোকে তা বুঝতে সাহায্য করে।
টিডব্লিউবি কমিউনিটি ভাষা সক্ষমতা তালিকাটি দেখুন — আমাদের কমিউনিটির সামর্থ্য অনুযায়ী বিভিন্ন ভাষা পরিষেবা সংক্রান্ত প্রকল্প সম্পূর্ণ করার জন্য প্রয়োজনীয় সময়কাল সম্পর্কে জানুন।
টিডব্লিউবি কমিউনিটির সকল সদস্য আমাদের সাধারণ বিশ্বাস ও মূল্যবোধ মেনে চলেন এবং অনুবাদকদের জন্য আমাদের আচরণবিধি মেনে চলতে সম্মতি প্রদান করেন।
কাজের গুণগত মান নিশ্চিত করতে CLEAR গ্লোবাল প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিটি প্রকল্পে অনুবাদকদের একটি দল কাজ করেন, এবং তুলনামূলক অভিজ্ঞ একজন সংশোধক কমিউনিটির সদস্যদের কাজ যাচাই করেন।
ভাষাবিষয়ক প্রকল্প সম্পূর্ণ করার জন্য প্রয়োজনীয় সময়
CLEAR গ্লোবাল-এর সহযোগী সংস্থাগুলো যে-কোনো ভাষা নিয়ে ভাষাবিষয়ক পরিষেবার অনুরোধ করতে পারে, তবে আমাদের কিছু নির্দেশিকার বিষয়ে আপনাদের অবগত থাকা উচিত। আমাদের কমিউনিটির বিদ্যমান সদস্যদের নিয়ে যেসব ভাষায় আমাদের সর্বোচ্চ সক্ষমতা রয়েছে, তার একটি তালিকা নিচে দেওয়া হয়েছে।
একটি প্রকল্প সম্পূর্ণ করার জন্য প্রয়োজনীয় স্বাভাবিক সময়ের তালিকায় কোনও ভাষা থাকার অর্থ হলো, আমরা সে ভাষায় নিয়মিত কাজ করি এবং আমরা সাধারণত অতিরিক্ত কোনও সংস্থান ছাড়াই আমাদের ন্যায্য ব্যবহারের নির্দেশিকা অনুসরণ করে তার অনুবাদ ও সংশোধন হস্তান্তর করতে পারব।
। CLEAR গ্লোবাল এমন ভাষায়ও সেবা দিয়ে থাকে যার স্বেচ্ছাসেবীর সংখ্যা সীমিত, এর ফলে সেগুলো শেষ করতে স্বাভাবিকের তুলনায় বেশি সময়ের প্রয়োজন হয়। এসব ভাষায় সেবা গ্রহণের অনুরোধ থাকলে অনুগ্রহ করে আমাদেরকে বাড়তি সময় দিন। CLEAR গ্লোবাল কোনও নির্দিষ্ট ভাষায় সেবা দিতে না পারলে আপনাকে দ্রুততম সময়ের জানিয়ে দেওয়া হবে।
আরও বেশি ভাষা এবং আরও বেশি ভাষা সংক্রান্ত পরিষেবা
আপনার সংস্থার ভাষাবিষয়ক পরিকল্পনা নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যোগাযোগ করুন
- যদি আপনি অন্য কোনও ভাষা কিংবা সেটির স্থানীয় উপভাষায় সহায়তা চান যা এখানে তালিকাভুক্ত নেই,
- অথবা অনুবাদ ও সংশোধনের বাইরে অন্যান্য ভাষা সংক্রান্ত সেবা নিতে চান (ভয়েসওভার, ডাবিং, সরল ভাষায় সম্পাদনা, সফটওয়্যার/ওয়েবসাইট স্থানীয়করণ, ট্রান্সক্রিপশন, ডেস্কটপ পাবলিশিং, টার্গেট টার্মিনলজি ডেভেলপমেন্ট বা শব্দভাণ্ডার তৈরি, তথ্য সংগ্রহ ও যাচাইকরণ ইত্যাদি)।
ভাষা সক্ষমতা তৈরি করা
উপযুক্ত সংস্থান পেলে CLEAR গ্লোবাল তাদের সহযোগী সংস্থাগুলোর প্রয়োজন অনুসারে যে-কোনো ভাষায় প্রকল্প বাস্তবায়নে সচেষ্ট থাকবে।
আমরা যখন এমন ভাষা নিয়ে কাজ করি যেগুলোর জন্য নির্ভরযোগ্য সংস্থান চিহ্নিত করা এবং একটি শক্তিশালী কমিউনিটি গড়ে তোলার প্রয়োজন হয়, CLEAR গ্লোবাল সেগুলোর জন্য প্রশিক্ষণ সংস্থান তৈরি করেছে। এতে করে নতুন ভাষা স্বেচ্ছাসেবীরা আমাদের সাথে কাজের মাধ্যমে নিজেদেরকে দক্ষ করে তুলতে অনুপ্রাণিত হন, তাদের দক্ষতার মাধ্যমে সহযোগী সংস্থাগুলো উপকৃত হয়, এবং এর পাশাপাশি স্বেচ্ছাসেবীরা ভবিষ্যত কাজের জন্য যোগ্যতা অর্জন করেন।
টিডব্লিউবি কমিউনিটিতে নতুন স্বেচ্ছাসেবী যোগ করার জন্য আমরা সহযোগী সংস্থাগুলোর সাথে মাঠপর্যায়ে প্রান্তিক, স্বল্প-সংস্থানের ভাষাগুলো নিয়ে কাজ করি, এবং তাদের দক্ষতার উন্নতি করি।