CLEAR গ্লোবাল (আগে যার নাম ছিল ট্রান্সলেটর্স উইদাউট বর্ডার্স), একটি মার্কিন অলাভজনক সংস্থা যা সকল ভাষাভাষীর মানুষকে গুরুত্বপূর্ণ তথ্য পেতে এবং তাদের বক্তব্য তুলে ধরতে সাহায্য করে। CLEAR গ্লোবাল নিজস্ব উদ্ভাবনী ভাষা প্রযুক্তি ভিত্তিক সমাধান, গবেষণা, এবং ১,০০,০০০-এরও বেশি ভাষাবিদদের কমিউনিটির সাহায্যে সারা বিশ্বে বিভিন্ন প্রেক্ষাপটে কর্মরত পার্টনার সংস্থাদের সহায়তা করে।

 

আমাদের পার্টনার হোন

আমাদের ভাষা এবং যোগাযোগ সেবাসমূহ আপনাকে আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করবে।

আমরা অন্যান্য অলাভজনক এবং বেসরকারি সংস্থার সাথে দীর্ঘমেয়াদি পার্টনারশিপ গড়ে তুলেছি। আমরা বিভিন্ন ধরনের ভাষা ও যোগাযোগ সম্পর্কিত সেবা প্রদান করি যা আপনাদের কাজের প্রভাব বৃদ্ধি করতে এবং এমন লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করে, যারা প্রান্তিক ভাষায় কথা বলেন অথবা কোনও সংকটের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

 

Students in the classroom

CLEAR গ্লোবালের সেবাগুলোর মধ্যে রয়েছে লিখিত অনুবাদ এবং সংশোধন, অডিও ভিজুয়াল পরিষেবা, ওয়েবসাইট স্থানীয়করণ (লোকালাইজেশন), শব্দকোষ তৈরী করা, এবং তার পাশাপাশি বিবর্ধনযোগ্য (স্কেলেবেল) এআই-ভিত্তিক ভাষা প্রযুক্তি, ভাষাগত ডেটা, এবং গবেষণা ভিত্তিক সমাধান যা আরো দক্ষ ও টেকসই মানবিক সহায়তা কার্যক্রমে সাহায্য করে।

 

আমরা সে সংস্থাগুলোকে সাহায্য করতে পারি যারা:

আপনাদের কর্মসূচিকে আরো অন্তর্ভুক্তিমূলক করুন। 

আরও বেশি মানুষের কাছে পৌঁছান – তাদের নিজের ভাষায়।

আমাদের কিছু পার্টনার

শুরু করতে এই ফর্মটি পূরণ করুন।