জলবায়ু পরিবর্তন সম্পর্কে চার বিলিয়ন সংলাপ
CLEAR গ্লোবালে, আমরা জলবায়ু সম্পর্কিত সঙ্কটে ক্ষতিগ্রস্ত সকল ভাষাভাষীর মানুষকে জীবন রক্ষাকারী তথ্য পৌঁছাতে সাহায্য করি।
সমস্যা হলো: জলবায়ু বিপর্যয় থেকে নিজেদের রক্ষা করার জন্য মানুষের তথ্য প্রয়োজন
- গত ৫০ বছরে জলবায়ু পরিবর্তনের কারণে বিপর্যয়ের সংখ্যা ৮৩% বৃদ্ধি পেয়েছে, যার ফলে মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে।
- চরম আবহাওয়া কৃষি, অর্থনীতি এবং মানুষের সুস্থতাকে ক্ষতিগ্রস্ত করে। দুর্বল গোষ্ঠীর মানুষ, যেমন যাদের স্বাস্থ্য দুর্বল বা সহায়-সম্পদের অভাব রয়েছে তারা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হন।
- গত ছয় বছরে খাদ্য নিরাপত্তাহীনতা বৃদ্ধি পাওয়ার ফলে বিশ্বের জনসংখ্যার ৩০% ক্ষতিগ্রস্ত হয়েছে। ২০৫০ সালের মধ্যে ফসলের ফলন ৩০% পর্যন্ত হ্রাস পেতে পারে, যার ফলে পরিস্থিতির আরও অবনতি ঘটবে।
“যখন টাইফুন হাইয়ান ফিলিপিন্সের দিকে অগ্রসর হচ্ছিল, তখন ট্রান্সলেটর্স উইদাউট বর্ডার্স আমাদের অনুরোধে দ্রুত সাড়া দিয়েছিল, বিভিন্ন ভাষায় সোশ্যাল মিডিয়া পর্যবেক্ষণ করতে সাহায্য করেছিল এবং লিখিত ও ভিডিও বার্তা অনুবাদ করেছিল। এই সহায়তা জীবন বাঁচাতে সাহায্য করেছে এবং এর পাশাপাশি উদ্ধার করা পরিবারগুলোকে পুনরায় মিলিত করার জন্য তারা বার্তা প্রচারেও সহায়তা করেছিল।"
CLEAR গ্লোবালের সমাধান
একাধিক ফর্ম্যাট এবং ভাষায় জলবায়ু পরিবর্তনের তথ্য প্রদান করে, CLEAR গ্লোবাল মানুষকে জলবায়ু পরিবর্তন এবং নিজেদের প্রস্তুত ও সুরক্ষিত রাখার জন্য তারা কী কী পদক্ষেপ নিতে পারে তা বুঝতে সাহায্য করে।
আমাদের ভাষা সংক্রান্ত তথ্য (ল্যাঙ্গুয়েজ ডেটা) এবং যোগাযোগের টুলগুলো জরুরী পরিস্থিতিতে মানবিক সহায়তা সংস্থা এবং জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত মানুষদের মধ্যে দ্বিমুখী যোগাযোগ উন্নত করতে ব্যবহার করা হয়। এর ফলে সংকট মোকাবেলার কর্মকাণ্ডকে আরও কার্যকর করে তোলা যায়, বিশেষত ভাষাগত বৈচিত্র্য সম্পন্ন কমিউনিটির মধ্যে, যারা প্রায়শই আবহাওয়ার ধরণ পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন।
আমেরিকায় আমরা বেশ কয়েকটি হারিকেনজনিত সংকটের পরিস্থিতিতে দ্রুত সাড়াদান দল মোতায়েন করেছি। আশ্রয় ব্যবস্থাপনা, ঝড়ের জন্য প্রস্তুতি এবং ত্রাণ সম্পর্কে গুরুত্বপূর্ণ নির্দেশনার ১৫,০০০ শব্দ ছয়টি ভাষায় অনুবাদ করার জন্য ১০০ জনেরও বেশি মানুষ কাজ করেছে।
নেপালে, আমাদের দল ২৪/৭ প্রাথমিক সাড়াদানকারী ত্রাণ সংস্থাগুলোর সাথে কাজ করেছে। আমরা সহায়তাদান কার্যক্রম উন্নত করতে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষদের বার্তা অনুবাদ করেছি, সোশ্যাল মিডিয়া মডারেট করেছি, প্রাথমিক চিকিৎসা সম্পর্কিত নথি অনুবাদ করেছি এবং ভিডিও ট্রান্সক্রাইব করেছি।
মোজাম্বিকে ঘূর্ণিঝড় ইদাই আঘাত হানার পরে, আমরা অনুবাদ, ল্যাঙ্গুয়েজ ডেটা এবং মানচিত্রসহ নানারকম ভাষা সংক্রান্ত সহায়তা প্রদান করেছি। আমরা বিভিন্ন ভাষায় গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছি যাতে মানুষ জানতে পারে যে কীভাবে নিজেদের রক্ষা করতে পারে, আশ্রয় খুঁজে পেতে পারে, অতিরিক্ত সহায়তা চাইতে পারে এবং অন্যান্য তথ্য পেতে পারে।
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় CLEAR গ্লোবালের আপনার সাহায্য প্রয়োজন