
CLEAR টেক বহুভাষিক যোগাযোগে আমূল রূপান্তর নিয়ে আসবে।
যোগাযোগ এবং তথ্য পাওয়ার ক্ষেত্রে অসমতা রয়েছে। অনেক প্রান্তিক ভাষাতেই তথ্য পাওয়া যায় না।
এই প্রান্তিক ভাষাভাষী মানুষদের বৈশ্বিক মঞ্চে ক্ষমতা, অর্থ এবং প্রভাব প্রতিপত্তি অত্যন্ত কম। অন্য কথায় বলতে গেলে সেই মানুষেরাই তথ্য থেকে বঞ্চিত হয় যাদের সেটা সবচেয়ে বেশি প্রয়োজন। আপনাদের সহযোগিতায় আমরা উদ্ভাবনী এবং বিবর্ধনযোগ্য (স্কেলেবেল) ভাষা প্রযুক্তি তৈরি করি, যাতে প্রত্যেকের বক্তব্য তুলে ধরা যায়।

"যোগাযোগ একটা মৌলিক চাহিদা যা জীবন বাঁচাতে এবং রক্ষা করতে সাহায্য করতে পারে।"
Editor, TC World
ভাষাগত ব্যবধানের সমস্যা
আগে ডিজিটাল বিভাজনের কথা বলা হতো কিন্তু এখন আমরা ভাষাগত বিভাজন দেখতে পাচ্ছি – যারা বাণিজ্যিক এবং বিশ্বের ক্ষমতাশালী ভাষায় কথা বলে এবং যারা কম ক্ষমতাশালী ভাষায় কথা বলে তাদের মধ্যে এই ব্যবধান বিদ্যমান রয়েছে। আর সেই ব্যবধান প্রতিদিনই বাড়ছে।
ক্ষমতাশীল ভাষায় যারা কথা বলেন তাদের সাধারণত নিজের ভাষায় প্রয়োজনীয় তথ্য খুঁজে পেতে সমস্যা হয় না। এবং শক্তিশালী ভাষা প্রযুক্তির সাহায্যে নতুন নতুন তথ্য অত্যন্ত দ্রুত এবং দক্ষতার সাথে অনুবাদ করা হয়।
কিন্তু যারা ক্ষমতাশীল ভাষায় কথা বলেন না, তাদের প্রয়োজনীয় তথ্য প্রায়শই তাদের নিজের ভাষায় উপলব্ধ থাকে না। তাদের জন্য এই নতুন তথ্য তৈরি করার ভাষা প্রযুক্তি বর্তমানে নেই। এই বৈসাদৃশ্যের কারণে তথ্যের ব্যবধান তৈরি হয় যা ক্রমাগত বাড়তেই থাকে।
এর জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়া প্রয়োজন, এবং তার জন্য আমাদের আপনার সাহায্য প্রয়োজন।



