CLEAR টেক বহুভাষিক যোগাযোগে আমূল রূপান্তর নিয়ে আসবে।
যোগাযোগ এবং তথ্য পাওয়ার ক্ষেত্রে অসমতা রয়েছে। অনেক প্রান্তিক ভাষাতেই তথ্য পাওয়া যায় না।
এই প্রান্তিক ভাষাভাষী মানুষদের বৈশ্বিক মঞ্চে ক্ষমতা, অর্থ এবং প্রভাব প্রতিপত্তি অত্যন্ত কম। অন্য কথায় বলতে গেলে সেই মানুষেরাই তথ্য থেকে বঞ্চিত হয় যাদের সেটা সবচেয়ে বেশি প্রয়োজন। আপনাদের সহযোগিতায় আমরা উদ্ভাবনী এবং বিবর্ধনযোগ্য (স্কেলেবেল) ভাষা প্রযুক্তি তৈরি করি, যাতে প্রত্যেকের বক্তব্য তুলে ধরা যায়।
"যোগাযোগ একটা মৌলিক চাহিদা যা জীবন বাঁচাতে এবং রক্ষা করতে সাহায্য করতে পারে।"
Editor, TC World