অসদাচরণ এবং প্রতারণা
CLEAR গ্লোবালের দৃষ্টিভঙ্গি এবং মূল্যবোধের সাথে সঙ্গতি রেখে, আমরা আমাদের সকল কর্মীদের আচরণে সর্বোচ্চ মাত্রার নৈতিকতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা আশা করি যে আমাদের দলের সকল সদস্য প্রাতিষ্ঠানিক দায়িত্ব পালন করার সময় তাদের আচরণে আমাদের প্রধান মূল্যবোধ যথা শ্রেষ্ঠত্ব, সততা, ক্ষমতায়ন এবং সহিষ্ণুতা প্রদর্শন করবেন। সকল কর্মী, ইন্টার্ন, স্বেচ্ছাসেবী এবং কনসালটেন্টদের জন্য আমাদের আচরণবিধি মেনে চলা বাধ্যতামূলক। আমাদের সহযোগী সংস্থাগুলির থেকেও আশা করা হয় যে তারা এই বিধিতে বর্ণিত আচরণের মানদণ্ডগুলি মেনে চলবেন এবং আন্তর্জাতিক আইনি মানদণ্ড ও নীতিগুলি অনুসরণ করবেন।
CLEAR গ্লোবালের জন্য জবাবদিহিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। CLEAR গ্লোবালের কোনো কর্মীর আচরণ সম্পর্কে আপনার কোনো উদ্বেগ বা আশঙ্কা থাকলে আপনি অভিযোগ জানাতে পারেন:
- অনুগ্রহ করে মানব সম্পদ বিভাগ ও অ্যাডমিনিস্ট্রেশন ম্যানেজারের সাথে যোগাযোগ করুন – marianthi.eliodorou@clearglobal.org
- অথবা, আপনি CLEAR গ্লোবালের সিইও-র সাথেও যোগাযোগ করতে পারেন – aimee.ansari@clearglobal.org
- পরিচালনা পর্ষদের সাথে যোগাযোগ করতে এই ঠিকানায় ইমেল করুন – misconduct@clearglobal.org
অভিযোগ জানানোর সময়, যতটা সম্ভব বিশদে তথ্য প্রদান করলে সেটা আমাদের সাহায্য করবে যেমন ঘটনার তারিখ এবং সময়, অভিযোগের প্রকৃতি, কারা জড়িত ছিলেন, ঘটনার কোনও সাক্ষী ছিল কি না, ঘটনা কীভাবে ঘটেছিল, কোনও ব্যক্তির নিরাপত্তা ব্যাপারে কোনো উদ্বেগ আছে কি না, বিশেষত কোনও নাবালকের, এবং অন্য কোনো সংস্থাকে এই একই অভিযোগ জানানো হয়েছে কি না।