Sponsor us – get in touch

 

আমাদের সাথে সমাজের ওপর প্রকৃত প্রভাব সৃষ্টি করুন। 

CLEAR গ্লোবাল বৈশ্বিক অগ্রগতিতে বাধা সৃষ্টিকারী চ্যালেঞ্জগুলি কাটিয়ে ওঠার জন্য একটা বড় উদ্যোগ নিয়েছে।  আমরা এমন কৌশলগত সমর্থকদের খুঁজছি যারা আমাদের সাম্যের দৃষ্টিভঙ্গিতে বিশ্বাসী এবং সারা বিশ্বে একটা ইতিবাচক প্রভাব ফেলতে চান। CLEAR গ্লোবাল-এর করপোরেট স্পন্সরশিপ এবং ডোনেশন সম্পর্কে আরও জানুন। 

A group of people using Internet in a box, in Gubio northeast Nigeria, Nov 2019

আমাদের স্পনসররা

আমাদের স্পনসরদের মধ্যে বিভিন্ন শিল্পক্ষেত্রের কোম্পানি এবং প্রতিষ্ঠান রয়েছে। তারা সকলে মিলে আমাদের মিলিত লক্ষ্য অর্থাৎ সকল ভাষাভাষীর মানুষকে গুরুত্বপূর্ণ তথ্য জানতে এবং তাদের বক্তব্য তুলে ধরতে সহায়তা করার কাজে অবদান রাখছেন। আমরা এদের প্রতি কৃতজ্ঞ:

সেই সাথে আমরা আমাদের টিডব্লিউবি কমিউনিটি স্পনসরদের অবদানের জন্য তাদের কাছে কৃতজ্ঞ। তাদের সম্পর্কে আরও জানতে টিডব্লিউবি ওয়েবসাইট দেখুন।