আর্থিক বিবরণ
CLEAR গ্লোবালে আমাদের কাজকর্মের স্বচ্ছতা বজায় রাখা অন্যতম মূল নীতি। আমরা এনজিওদের জবাবদিহিতা পর্যবেক্ষণকারী বিভিন্ন সংস্থার নির্দেশিকা অনুসরণ করি যেমন গাইডস্টার এবং দি ফাউন্ডেশন সেন্টার, যারা সকল এনজিওকে আর্থিক তথ্য প্রকাশ করার মাধ্যমে স্বচ্ছতা বজায় রাখার পরামর্শ দেয় যেমন ফর্ম ৯৯০।
CLEAR গ্লোবালের আর্থিক লেনদেন সংক্রান্ত সুনির্দিষ্ট তথ্য আমাদের ফর্ম ৯৯০-এ পাওয়া যাবে, এটা একটা তথ্য বিবরণ (ইনফরমেশন রিটার্ন) যা ট্যাক্স-মুক্ত সংস্থাগুলিকে প্রতি বছর মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টারনাল রেভিনিউ সার্ভিসের কাছে দাখিল করতে হয়।
দ্রষ্টব্য – ফর্ম ৯৯০ আর্থিক বছরের শুরুর তারিখ অনুযায়ী নামকরণ করা হয়েছে, কিন্তু এতে পরবর্তী বছরের ৩১শে মার্চ পর্যন্ত তথ্য রয়েছে। এটা CLEAR গ্লোবালের আর্থিক বছরের সমান সময়কাল, এবং আর্থিক বছরের শেষ তারিখের ভিত্তিতে এর নামকরণ করা হয়েছে।
একইভাবে, ২০২১ সালের পূর্বে আমরা আনুষ্ঠানিকভাবে ট্রান্সলেটর্স উইদাউট বর্ডার্স নামে নিবন্ধিত ছিলাম।
CLEAR গ্লোবালের অডিটকৃত ফাইনান্সিয়াল স্টেটমেন্ট
- আর্থিক বছর ২০২১ এর অডিটকৃত ফাইনান্সিয়াল স্টেটমেন্ট
- আর্থিক বছর ২০২০ এর অডিটকৃত ফাইনান্সিয়াল স্টেটমেন্ট
- আর্থিক বছর ২০১৯ এর অডিটকৃত ফাইনান্সিয়াল স্টেটমেন্ট
- ৩১শে মার্চ, ২০১৮ এবং ৩১শে ডিসেম্বর, ২০১৮ তে শেষ হওয়া আর্থিক বছরের অডিটকৃত ফাইনান্সিয়াল স্টেটমেন্ট
- আর্থিক বছর ২০১৮ এর অডিটকৃত ফাইনান্সিয়াল স্টেটমেন্ট
- আর্থিক বছর ২০১৭ এর অডিটকৃত ফাইনান্সিয়াল স্টেটমেন্ট
- আর্থিক বছর ২০১৬ এর অডিটকৃত ফাইনান্সিয়াল স্টেটমেন্ট
- আর্থিক বছর ২০১৫ এর অডিটকৃত ফাইনান্সিয়াল স্টেটমেন্ট
- আর্থিক বছর ২০১৪ এর অডিটকৃত ফাইনান্সিয়াল স্টেটমেন্ট
টিডব্লিউবি আয়ারল্যান্ডের ডাইরেক্টরদের স্টেটমেন্ট এবং অডিটকৃত অ্যাকাউন্ট
- আর্থিক বছর ২০২১ এর ডাইরেক্টরদের রিপোর্ট এবং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট
- আর্থিক বছর ২০২০ এর টিডব্লিউবি-র অডিটকৃত অ্যাকাউন্ট
- আর্থিক বছর ২০১৯ এর রোসেটা ফাউন্ডেশন সিএলজি-র ডাইরেক্টরদের রিপোর্ট এবং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট
- আর্থিক বছর ২০১৮ এর রোসেটা ফাউন্ডেশন সিএলজি-র ডাইরেক্টরদের রিপোর্ট এবং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট
- আর্থিক বছর ২০১৭ এর রোসেটা ফাউন্ডেশন সিএলজি-র ডাইরেক্টরদের রিপোর্ট এবং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট