প্রান্তিক ভাষাভাষী মানুষদের অবিলম্বে আপনার সহায়তা প্রয়োজন।

বর্তমানে চারশো কোটি মানুষ দুনিয়ার গুরুত্বপূর্ণ কথোপকথন থেকে বাদ পড়ছেন। এমন একটা বিশ্ব তৈরিতে সহায়তা করার জন্য দান করুন যেখানে প্রত্যেকে, যে ভাষাতেই কথা বলুন না কেন, গুরুত্বপূর্ণ তথ্য পেতে এবং তাদের বক্তব্য তুলে ধরতে পারেন।

শব্দ আমাদের কমিউনিটি অনুবাদ করেছে যা মানুষকে জীবন রক্ষাকারী তথ্য পেতে সাহায্য করে
0 + মিলিয়ন
ভাষা স্থানীয়করণ করা হয়েছে যাতে আরো বেশি প্রান্তিক মানুষজন গুরুত্বপূর্ণ সংস্থান এবং সেবা পেতে পারে
0
পার্টনার সংস্থার সাথে কাজ করে আমরা বিবিধ ভাষায় তথ্য সরবরাহ করেছি এবং ভাষা প্রযুক্তি তৈরি করেছি
0
মানুষকে গুরুত্বপূর্ণ কথোপকথনে তাদের নিজের ভাষায় অংশ নিতে সহায়তা করেছি
0 + মিলিয়ন

কোটি কোটি মানুষ প্রতিদিন ডিজিটাল বিশ্বে কথোপকথনে অংশ নেয়। আমরা আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পেতে এবং ইংরেজি, চীনা এবং স্প্যানিশের মতো ইন্টারনেটে সর্বাধিক ব্যবহৃত ভাষায় দ্রুত বেগে চলমান কথোপকথনে অংশ নেওয়ার জন্য ইন্টারনেটের উপর নির্ভর করি।

তবুও, চারশো কোটিরও বেশি মানুষ এখনও নির্ভরযোগ্য তথ্য পাওয়া এবং বিনিময় করার মৌলিক মানবাধিকার থেকে বঞ্চিত রয়েছে কারণ তাদের ভাষায় উপলব্ধ তথ্য খুবই কম বা একেবারেই নেই। আপনাদের অনুদান আমাদের ভাষা সংক্রান্ত রিসোর্স এবং উপকরণ তৈরি করতে সহায়তা করে যাতে আমরা বাস্তুচ্যুত, সংকটাপন্ন বা প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন মানুষদের জীবন রক্ষাকারী তথ্য পেতে এবং তাদের বক্তব্য তুলে ধরতে সহায়তা করতে পারি।

আমাদের ট্রান্সলেটর্স উইদাউট বর্ডার্স কমিউনিটির সাহায্যে CLEAR গ্লোবাল সব ভাষাভাষীর মানুষদের বিশ্বব্যাপী কথোপকথনে অংশ নিতে এবং তাদের বক্তব্য তুলে ধরতে সহায়তা করে।

CLEAR গ্লোবাল টিম সারা বিশ্বে মানবিক সংকটে ভাষা এবং অনুবাদকে অগ্রাধিকার দেওয়ার  জন্য কয়েক দশকের আন্তর্জাতিক মানবিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিজ্ঞতাকে কাজে লাগায়। আমরা ভাষা প্রযুক্তির শক্তিকে কাজে লাগাই এবং ডিজিটাল বিশ্বে ভাষাগত বিভাজন দূর করতে সাহায্য করার জন্য সমাধান তৈরি করি। আমরা বহুভাষিক চ্যাটবট, কণ্ঠস্বর চালিত তথ্য কিওস্ক, ভাষা মানচিত্র এবং অন্যান্য ডেটা-ভিত্তিক উপকরণ তৈরি করছি যাতে বৈশ্বিক যোগাযোগে রূপান্তর ঘটিয়ে, মানুষের প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়া যায়। 

শুধু ২০২২ সালেই:

  • ইউক্রেনের যুদ্ধে ক্ষতিগ্রস্ত মানুষকে তাদের নিজের ভাষায় গুরুত্বপূর্ণ তথ্য পেতে সহায়তা করার জন্য আমরা ৪৫টিরও বেশি সংস্থার সাথে সহযোগিতা করেছি,
  • আমরা শেহু নামের চ্যাটবটপুনরায় চালু করেছি যাতে উত্তর-পূর্ব নাইজেরিয়ার মানুষকে হাউসা এবং কানুরি ভাষায় তাদের কোভিড -১৯ সংক্রান্ত সব প্রশ্নের উত্তর পেতে সাহায্য করতে পারি।
  • আর আমরা ভারতের বিহারের মানুষকে টেকসই কৃষি সম্পর্কে জানতে সহায়তা করার জন্য একটা এআই-চালিত তথ্য কিওস্ক তৈরি করেছি।

আমাদের চারশো কোটি কথোপকথন (ফোর বিলিয়ন কনভার্সেশন) আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করুন

সবচেয়ে প্রান্তিক মানুষদের কণ্ঠস্বর তুলে ধরার আন্দোলনে সামিল হন। আমরা চারশো কোটি মানুষকে সেই গুরুত্বপূর্ণ বৈশ্বিক কথোপকথনে অন্তর্ভুক্ত করতে চাই যা তাদেরকে প্রভাবিত করে।

আজই CLEAR গ্লোবালের জন্য দান করুন (EUR)।

আপনাদের সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব ভাষাভাষীর মানুষদের উপযোগী যোগাযোগের সমাধান তৈরি করতে সহায়তা করুন।
Facebook
Twitter
LinkedIn

আমরা আমাদের পুরনো নামকে ছাপিয়ে গেছি।

CLEAR গ্লোবালের আগে নাম ছিল ট্রান্সলেটর্স উইদাউট বর্ডার্স। আমরা গত পাঁচ বছরে এত দ্রুত বেড়ে উঠেছি যে সেই নাম আর আমাদের বহুবিধ কর্মকাণ্ডকে প্রতিফলিত করে না — তবে সেটা এখনো আমাদের বৃহত্তম বিভাগ এবং আমাদের কাজকর্মের মূল কেন্দ্রবিন্দু। টিডব্লিউবি ওয়েবসাইটে যান।