নারীদের প্রজনন স্বাস্থ্য এবং অধিকার সম্পর্কে চার বিলিয়ন সংলাপ


CLEAR গ্লোবালে আমরা সকল ভাষাভাষীর অল্পবয়সী নারী এবং মেয়েদের প্রশ্ন করার, উদ্বেগ প্রকাশ করার এবং সাহায্য নেওয়ার জন্য নিরাপদ এবং গোপনীয় পরিবেশের ব্যবস্থা করি।

সমস্যা হলো: নারীদের তাদের স্বাস্থ্য সম্পর্কে জানতে হবে এবং সেটা নিয়ে খোলাখুলি কথা বলতে হবে

  • সারা বিশ্বে নারীদের প্রজনন স্বাস্থ্য ও অধিকারকে ঘিরে যে কলঙ্কের সম্মুখীন হতে হয়, তার ফলে তারা এগুলো নিয়ে খোলাখুলি কথা বলতে বা সেই বিষয়ে তথ্য পেতে পারেন না।
  • তথ্য এবং শিক্ষার অভাবের কারণে নারীদের, বিশেষত মেয়ে এবং তরুণীদের বিভিন্ন যৌনবাহিত সংক্রমণে (এসটিআই) আক্রান্ত হওয়ার ঝুঁকি বৃদ্ধি পায়। এসটিআই হলে কলঙ্ক, গর্ভধারণে সমস্যা, এমনকি ক্যান্সার এবং গর্ভাবস্থায় জটিলতার কারণে নারীদের সুস্থতা ক্ষতিগ্রস্ত হয়।
  • ৯৫% এরও বেশি মাতৃমৃত্যু উন্নয়নশীল দেশগুলোতে ঘটে, এবং এর অন্যতম কারণ হল স্বাস্থ্য সম্পর্কিত তথ্য এবং মানসম্পন্ন সেবার অভাব।

“যে মানুষেরা প্রচণ্ড বেদনাদায়ক অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন এবং অনেক ক্ষত ভোগ করেছেন, তাদের সঠিকভাবে সহায়তা দেওয়া নিশ্চিত করতে হলে কার্যকরভাবে যোগাযোগ করা অত্যন্ত জরুরি। ক্যাম্পে থাকা রোহিঙ্গা নারীদের এক তৃতীয়াংশ বলেছেন যে তারা তাদের শেল্টার থেকে বেরোতে নিরাপদ বোধ করেন না – কেন এমনটা হচ্ছে তা আমাদের সম্পূর্ণভাবে বুঝতে হবে, যাতে আমরা নারীদের সুরক্ষা দেওয়ার কাজ আরও ভালোভাবে করতে পারি"

ডরোথি স্যাং
কক্সবাজারে অক্সফামের ক্যাম্পেইন ম্যানেজার

CLEAR গ্লোবালের সমাধান

CLEAR গ্লোবাল নারী অধিকার ও স্বাস্থ্য সংস্থাগুলোর সহযোগিতায় নারীদের সহজবোধ্য ভাষা ও ফরম্যাটে যৌন ও প্রজনন স্বাস্থ্য সম্পর্কিত তথ্য পেতে সাহায্য করে। যোগাযোগের জন্য আমাদের উদ্ভাবনী সমাধানগুলো ব্যবহার করে নারীরা শিক্ষার সংস্থান, স্বাস্থ্যসেবা এবং সহায়তা পেতে পারেন। সেই সাথে তারা তাদের উদ্বেগ প্রকাশ করতে পারেন এবং নিরাপদ ও গোপনীয়ভাবে তাদের প্রশ্নের উত্তর পেতে পারেন।

জিকা ভাইরাসের মোকাবেলায় সাড়াদান কার্যক্রম চলাকালীন আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় হাইতি এবং ব্রাজিলে গর্ভবতী মহিলাদের পরামর্শ দেওয়ার জন্য হাইতিয়ান ক্রেওল এবং ব্রাজিলিয়ান পর্তুগিজ ভাষার সাবটাইটেল ও ভাষ্যসহ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও তৈরি করেছিলাম।

কেনিয়ায় কমিউনিটি ক্লিনিকগুলোর জন্য আমরা শিক্ষামূলক উপকরণ এবং স্বাস্থ্যসেবা সম্পর্কিত পোস্টার অনুবাদ করেছি যার সাহায্যে সেখানকার গ্রামীণ স্বাস্থ্যকর্মী এবং শিক্ষকরা প্রথমবার স্থানীয় ভাষায় নবজাতকদের স্তন্যপান করানো সম্পর্কে পরামর্শ দিতে পেরেছেন।

বাংলাদেশে রোহিঙ্গা নারীরা কীভাবে তাদের স্বাস্থ্য এবং মানসিক আঘাত নিয়ে কথা বলে তা আরও ভালোভাবে বোঝার জন্য আমরা ফোকাস গ্রুপে আলোচনার আয়োজন করেছি। আমরা মানবিক সহায়তা কর্মীদের জন্য অডিও ফাইল ও শব্দকোষের মতো ভাষা সংক্রান্ত সংস্থান তৈরি করেছি যাতে কর্মীরা নারীদের চাহিদাগুলো আরও ভালোভাবে পূরণ করতে পারেন।

CLEAR গ্লোবালের আপনার সাহায্য প্রয়োজন যাতে

আরও বেশি নারীর কাছে প্রজনন স্বাস্থ্য এবং অধিকার সম্পর্কে জানার উপায় পৌঁছে দেওয়া যায়